আজকের আলোচিত ছবি: ৮ নভেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকার চারপাশে ৮৯ কিলোমিটার সার্কুলার ট্রেন লাইন চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ‘স্বয়ংক্রিয় ট্রেন ওয়াশিং প্ল্যান্টের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
১৯৭৭ সালে ২ অক্টোবর তথাকথিক বিদ্রোহ দমনের নামে সেনা ও বিমান বাহিনীর সদস্যদের ফাঁসি, কারাদণ্ড ও চাকরিচ্যুতির ঘটনায় মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের দাবি জানানো হয়েছে। এ দাবিতে আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করা হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
জ্বালানি তেল ও পরিবহনে ভাড়া বাড়ানোর প্রতিবাদ এবং সব নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে হরতালের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি (এম)। আজ দুপুর আড়াইটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ। ছবি: মাহবুব আলম
-
জ্বালানি তেলের মূল্য ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথভাবে আয়োজিত মানববন্ধন থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। ছবি: জাগো নিউজ
-
জ্বালানির বর্ধিত মূল্য প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা এবং গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে সংগঠনটি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া আমানত শাহ ফেরিটি টেনে তোলা হয়েছে। আজ প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর ফেরিটি টেনে তোলে জেনুইন এন্টারপ্রাইজের পাঁচটি উইন্স বার্জ। ছবি: বি.এম খোরশেদ
-
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতরা ওই বাড়ির সদস্যদের মারধর করেছে। নগদ টাকা ও গহনা লুট করে নিয়ে গেছে ডাকাতরা। তবে ফিল্মি কায়দায় ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। এই ঘটনায় পশ্চিমবঙ্গের ত্রিবেনী পালপাড়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ছবি: সংগৃহীত