আজকের আলোচিত ছবি: ৭ নভেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ডিজেল-কেরোসিন ও এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি নিম্নআয়ের মানুষের দুর্ভোগ আরও বাড়াবে। জ্বালানি তেলের দাম বাড়িয়ে আরও দুর্বিসহ অবস্থার দিকে ঠেলে দেওয়া হয়েছে নিম্নআয়ের মানুষকে। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ কথা বলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) বক্তারা। ছবি: জাগো নিউজ
-
ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে লঞ্চভাড়া বাড়ানোর বিষয়ে সরকারের সঙ্গে আজ বৈঠকে বসেন মালিকরা। আজ মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে এ বৈঠক অনুাষ্ঠিত হয়। ছবি: জাগো নিউজ
-
গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ। কেউ কেউ হেঁটে গন্তব্যের দিকে রওয়ান দেন। ছবি: মাহবুব আলম
-
উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) আইন মানেন না অভিযোগ করে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের ‘প্রাপ্য দায়িত্ব ও অধিকার’ থেকে বঞ্চিত করা হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন। আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ছবি: জাগো নিউজ
-
আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে সচেতন জনতার মঞ্চ আয়োজিত ‘জনদুর্ভোগ সৃষ্টিকারী সরকারি সিদ্ধান্ত ডিজেল, কেরোসিন, এলপিজি’র মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আফ্রিকার সিয়েরা লিওনে একটি তেল ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৯৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। স্থানীয় সময় শুক্রবার বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত