আজকের আলোচিত ছবি: ৬ নভেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
নিম্নবিত্ত ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর জীবন-জীবিকা সচল রাখার স্বার্থে জ্বালানি তেলের বর্ধিতমূল্য ও পরিবহন ধর্মঘট প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
গণপরিবহন বন্ধের দ্বিতীয় দিনেও রাজধানীবাসী যাতায়াতের জন্য বিআরটিসির বাসের উপর নির্ভরশীল ছিলেন। ছবি: জাগো নিউজ
-
নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য রাজধানীর বিভিন্ন সড়কে মানুষকে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে। ছবি: মাহবুব আলম
-
বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের স্মরণসভায় আজ বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ স্মরণসভার আয়োজন করা হয়। ছবি: জাগো নিউজ
-
সিয়েরা লিওনে একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৯১ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে ওই বিস্ফোরণের ঘটনায় আরও ডজনখানেক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। ছবি: সংগৃহীত