আজকের আলোচিত ছবি: ২ নভেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দস্যুমুক্ত সুন্দরবন ধরে রাখতে স্থায়ী দুটি ক্যাম্প পাচ্ছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এতে সুন্দরবনে র্যাবের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত নজরদারিও বাড়বে। আজ সুন্দরবনের বাদামতলা ওয়াচ টাওয়ার স্পটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
হকারদের জন্য জাতীয় নীতিমালার দাবি জানিয়েছে বাংলাদেশ ভ্রাম্যমাণ হকার্স শ্রমিক ঐক্য ফোরাম। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রতিবাদে এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। আজ এই মানববন্ধন করা হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ব্রয়লার মুরগির খাদ্যের দাম কমানো, ব্রয়লার ও লেয়ার মুরগির বাচ্চার দাম কমানো ও বাচ্চার মান বৃদ্ধি এবং রেডি মুরগির উৎপাদন বন্ধসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রিশিল্প সংগঠন। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। ছবি: মাহবুব আলম
-
বেশ কিছু পণ্যের অনুকূলে মানসনদ না থাকা এবং ছাড়পত্র ব্যতীত পণ্য বিক্রির অপরাধে রামপুরা মহানগর প্রজেক্ট এলাকায় স্বপ্ন সুপারশপকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ছবি: জাগো নিউজ
-
তিন হাসপাতালের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এর ফলে আরএমপির সদস্যরা সপরিবারে চিকিৎসার বিশেষ ছাড় পাবেন। হাসপাতাল তিনটি হলো- রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক, ল্যাবএইড লিমিটেড (ডাগায়নস্টিক) ও ইসলামি ব্যাংক হাসপাতাল। ছবি: ফয়সাল আহমেদ
-
আফগানিস্তানের রাজধানী কাবুলের সামরিক হাসপাতালের কাছে গুলির পর জোড়া বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। আজ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। ছবি: সংগৃহীত