আজকের আলোচিত ছবি: ২৯ অক্টোবর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বানে গণসংহতি আন্দোলনের চতুর্থ জাতীয় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিরপুর কলেজ কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের ভিড় দেখা গেছে। ছবি: জাগো নিউজ
-
সরকার জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সফলভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। আজ ঢাকায় সিরডাপ মিলনায়তনে ‘বিশ্ব জলবায়ু সম্মেলন ২০২১: বাংলাদেশের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
-
পাওয়ার প্লে’র ছয় ওভারে জোড়া উইকেট হারানোর পর প্রাথমিক ধাক্কাটা সামাল দিয়েছিলেন লিটন দাস ও সৌম্য সরকার। কিন্তু বেশিক্ষণ উইকেটে থাকতে পারলেন না বাঁহাতি ব্যাটার সৌম্য। লিটনের সঙ্গে ৩১ রানের জুটি গড়ে সাজঘরে ফিরে গেছেন তিনি। ছবি: সংগৃহীত
-
সেনা অভ্যুত্থানের জেরে সুদানে বিক্ষোভ চলছেই। স্থানীয় সময় বৃহস্পতিবার ( ২৮ অক্টোবর) দেশটির রাজধানী খার্তুমে সেনাবাহিনীর সঙ্গে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে আরও একজনের প্রাণ গেছে। টানা চারদিন ধরে সহিংসতায় দেশটিতে এ পর্যন্ত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলো। কয়েকদিনের আন্দোলনে আহত হয়েছে আরও কয়েকশ জন। ছবি: সংগৃহীত