আজকের আলোচিত ছবি: ২৩ অক্টোবর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে সংগঠনের সদস্যরা ভোট প্রদান করেন। ছবি: বিপ্লব দিক্ষৎ
-
আজ সকাল ৯টার পর থেকে জাতীয় প্রেস ক্লাবে ভোটগ্রহণ শুরু হয়। সারাদেশে ১০টি ভোটকেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ ভোটগ্রহণ। ছবি: মাহবুব আলম
-
কুমিল্লায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও তাদের ধর্মীয় উপাসনালয়ে হামলা, ভাঙচুরের প্রতিবাদে আজ রাজধানীর শাহবাগ মোড়ে গণঅনশন করছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। সেখানে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও অংশ নিয়েছেন। ছবি: জাগো নিউজ
-
আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: জাগো নিউজ
-
রাজশাহীতে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর পালোপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ছবি: ফয়সাল আহমেদ
-
পাকিস্তানের ডানপন্থি রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইকের (টিএলপি) সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। লাহোরের পূর্বাঞ্চলীয় শহরে সংগঠিত হওয়া এই সংঘর্ষে পুলিশের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া বহু বিক্ষোভকারী এ ঘটনায় আহত হয়েছেন বলেও জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র ও প্রত্যক্ষদর্শী। ছবি: সংগৃহীত