আজকের আলোচিত ছবি: ২২ অক্টোবর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে শিশু সংগঠক, ছড়াকার ও সাংবাদিক রফিকুল হক দাদু ভাইয়ের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার কথা স্বীকার করেছেন ইকবাল হোসেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তাকে কুমিল্লা পুলিশ লাইনে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তিনি এ ঘটনা স্বীকার করেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অস্বাস্থ্যকর খাবার, নকল ও অনুমোদনহীন লুব্রিকেন্ট উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ছবি: জাগো নিউজ
-
দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায় এবং তাদের ধর্মীয় উপাসনালয়ে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও প্রতিবাদী কর্মসূচি পালন করেছে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডে এ কর্মসূচির আয়োজন করে তারা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাশিয়ায় একটি বিস্ফোরক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন একজন। এ ঘটনায় আরও এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত