আজকের আলোচিত ছবি: ১৯ অক্টোবর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সাম্প্রদায়িক শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য দেশের বিভিন্ন জায়গায় সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি। আজ অপরাজেয় বাংলার পাদদেশে ‘সাম্পদায়িকতা রুখে দাঁড়াও, সম্প্রীতি বাংলাদেশ গড়ো’ স্লোগানে ঢাবি শিক্ষক সমিতির মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আজ ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীর উত্তম মেজর হায়দার মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চোধুরী। ছবি: জাগো নিউজ
-
আজ বিকেলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল মিলনায়তনে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বক্তব্য রাখেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
কুমিল্লার ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। আজ সকাল সাড়ে ১০টায় মানববন্ধনের আয়োজন করা হয়। ছবি: জাগো নিউজ
-
রাশিয়া ও চীনের নৌবাহিনীর ১০টি জাহাজ একসঙ্গে জাপান প্রণালী অতিক্রম করেছে। ওই প্রণালী জাপানের মূল ভূখণ্ড ও উত্তরের হোক্কাইডো দ্বীপকে আলাদা করেছে। জাপান সরকার জানিয়েছে, এই কর্মকাণ্ডকে তারা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। আজ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত