আজকের আলোচিত ছবি: ১৮ অক্টোবর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শহীদ শেখ রাসেল দিবস উপলক্ষে উপলক্ষে শিল্পমন্ত্রী শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। ছবি: জাগো নিউজ
-
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা-ভাঙচুরের প্রতিবাদে এবং এতে জড়িতদের বিচার দাবিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন রাজধানীর শাহবাগ মোড় অবরোধকারীরা। আজ দুপুর দুইটার দিকে তারা এ আল্টিমেটাম বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। ছবি: মাহবুব আলম
-
আজ শেখ রাসেল দিবস-২০২১ উদযাপন উপলক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ছবি: জাগো নিউজ
-
ছয় বছর আগে ময়মনসিংহে বেড়াতে গিয়ে হারিয়ে যান মিনতি। এরপর মসলেম উদ্দিন নামের এক ব্যক্তি নিজ বাড়িতে নিয়ে তাকে লালন-পালন করেন। মিনতির বয়স এখন ৪৬ বছর। বর্তমানে তিনি চার কন্যাসন্তানের মা। তিন মেয়ের বিয়ে দিয়েছেন। চার দশক পর মিনতি তার বাবা-মাকে ফিরে পেয়েছেন। ছবি: রেজাউল করিম রেজা
-
ভারতের উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে চার কৃষকসহ আটজন নিহতের প্রতিবাদে কৃষকদের আন্দোলন অব্যাহত রয়েছে। কৃষক হত্যার বিচার দাবিতে আজ ‘রেল রোকো’ কর্মসূচি পালন করেন তারা। ছবি: সংগৃহীত