আজকের আলোচিত ছবি: ১৬ অক্টোবর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সরকারের ভেতরেই তাদের শত্রু রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (বাংলাদেশ জাসদ) নেতারা। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাসদ আয়োজিত মানববন্ধনে বক্তারা এ মন্তব্য করেন। ছবি: জাগো নিউজ
-
বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া বলেছেন, নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। ছবি: মাহবুব আলম
-
আজ জাতীর প্রেস ক্লাবে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ময়মনসিংহের ত্রিশালে বালুবাহী ট্রাকের ধাক্কায় বাসের সাত যাত্রী নিহত হয়েছেন। এতে আরও ১০জন আহত হয়েছেন। আজ বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: মঞ্জুরুল ইসলাম
-
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে একটি শিয়া মসজিদে বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জন। আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন। শুক্রবারের (১৫ অক্টোবর) এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএসের আফগান শাখা (আইএস-কে)। ছবি: সংগৃহীত