আজকের আলোচিত ছবি: ১৪ অক্টোবর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
শারদীয় দুর্গাপূজার মহানবমীতে গণভবন থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের কেন্দ্রীয় পূজামণ্ডপে আসা হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেল ৪টায় দুর্গাপূজার চতুর্থ দিন মহানবমীতে এই শুভেচ্ছা বিনিময় শুরু হয়। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ে বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ছবি: জাগো নিউজ
-
কুমিল্লায় হামলার ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সচিবালয়ে উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বরিশালের হিজলায় মৎস্য অধিদপ্তরের ট্রলারে হামলায় আহত হয়েছেন মাঝি ও তার সহযোগী। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। এছাড়া নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে আটক করা হয়েছে ১৩ জন জেলেকে। ছবি: সাইফ আমীন
-
লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর নেতৃত্বাধীন বিক্ষোভে গুলি চালানো হয়েছে। এতে কমপক্ষে পাঁচজন নিহত এবং আরও ডজনখানেক বিক্ষোভকারী আহত হয়েছেন। বৃহস্পতিবার কালো পোশাকে শত শত হিজবুল্লাহর সমর্থক বৈরুত জাস্টিস প্যালেসে সমবেত হন। ছবি: সংগৃহীত