আজকের আলোচিত ছবি: ৯ অক্টোবর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) মানবিক সহায়তা দেবে জাতিসংঘ। এজন্য জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক সই হয়েছে। আজ সচিবালয়ে বাংলাদেশ সরকারের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন ও বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর প্রতিনিধি ইয়োহানেস ভন ডার ক্লাও চুক্তিতে সই করেন। ছবি: জাগো নিউজ
-
জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি কমাতে করণীয় নির্ধারণে ন্যাশনাল এডাপটেশন প্ল্যান (ন্যাপ) প্রণয়ন-বিষয়ক এক উচ্চ পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ গাজীপুরের রাজেন্দ্রপুর ব্র্যাক সিডিএমে এই কর্মশালার আয়োজন করা হয়। ছবি: জাগো নিউজ
-
আজ জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে ‘জীবন বাঁচাতে তামাক ছাড়ি, তামাক কোম্পানি আগ্রাসন প্রতিহত করি’- এ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
জামালপুরের সরিষাবাড়ীতে পোগলদীঘা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসন ও মাঠ উঁচু করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা উপজেলার তারাকান্দি রেলওয়ে স্টেশন এলাকায় বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশ নেয়। ছবি: জাগো নিউজ
-
সৌদি আরবে ফ্যাশন শোর আয়োজন করা হবে ডিসেম্বরে। স্থানীয় সময় শুক্রবার (৮ অক্টোবর) দেশটির ফ্যাশন কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বুরাক ক্যাকম্যাক এ আয়োজনের ঘোষণা দেন। ছবি: সংগৃহীত