আজকের আলোচিত ছবি: ৮ অক্টোবর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের বিসিসি অডিটরিয়ামে ‘বøকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ-২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিরুদ্ধে নানা অভিযোগ তুলে শিক্ষাপ্রতিষ্ঠানে প্যানেলভিত্তিক শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে ‘প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন’। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি তোলেন সংগঠনের নেতারা। ছবি: মাহবুব আলম
-
আজ সরকারি একাধিক প্রতিষ্ঠানে চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে। দেশের বিভিন্ন স্থান থেকে চাকরি প্রত্যাশীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে ঢাকায় এসেছেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
নড়াইলে পালন করা হলো বিশ্ব ডিম দিবস। আজ জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় র্যালি ও আলোচনা সভার। হাফিজুল নিলু
-
দুই হাজার সাতশ বছর আগেকার কথা। জেরুজালেমের রয়েল ম্যানশনের কাছে একটি প্রাচীন শৌচাগারের সন্ধান পাওয়ার দাবি করছেন নৃতত্ত্ববিদরা। ধারণা করা হচ্ছে, এটি খ্রিষ্টপূর্ব ৭ম শতকে নির্মিত হয়। এ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে পুরোনো শৌচাগার এটি। ছবি: সংগৃহীত