আজকের আলোচিত ছবি: ৫ অক্টোবর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
করোনা মহামারির কারণে দীর্ঘ ৫৬৪ দিন বন্ধ থাকার পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল। ছবি: মাহবুব আলম
-
বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যান্টিনে খাবার গ্রহণ করছেন। ছবি: মাহবুব আলম
-
হলে প্রবেশ করছেন এক শিক্ষার্থী। ছবি: মাহবুব আলম
-
বিদেশি চ্যানেলের ক্লিনফিড বাস্তবায়নে আগামীকাল থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ তথ্য জানান। ছবি: জাগো নিউজ
-
মুজিববর্ষে এমপিওভুক্ত শিক্ষাকে জাতীয়করণের দাবি জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
নভেম্বরে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক আজ দুপুরে নীলফামারীর সৈয়দপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
তাইওয়ানের আকাশসীমায় রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধবিমান প্রবেশ করে মহড়া দিয়েছে। সোমবারের এ ঘটনার পর তাইওয়ান চীনকে তাদের এ ধরনের ‘দায়িত্বজ্ঞানহীন উস্কানিমূলক কাজ’ বন্ধ করার আহ্বান জানিয়েছে। ছবি: সংগৃহীত