আজকের আলোচিত ছবি: ৪ অক্টোবর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দেশে বহু মানুষ ক্যাবল অপারেটিংয়ের লাইসেন্স চায়। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেছেন। আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
আজ জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খা হলে জিয়ামঞ্চের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রুট পারমিটবিহীন গাড়ি চলাচল বন্ধে দ্বিতীয় দিনের মতো রাজধানীর গুলিস্তানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় গাড়ির সংখ্যা কমে যেতে দেখা যায়। আজ বিআরটিএ ও দক্ষিণ সিটি করপোরেশন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
শিক্ষার মানোন্নয়নে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, শিক্ষা সার্ভিস কমিশন ও ব্যবস্থাপনা কমিটি বিলুপ্তি করাসহ নয় দফা দাবি জানানো হয়েছে। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এমপিওভুক্ত শিক্ষকদের দু’টি সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রংপুরে টানা সাত ঘণ্টার বৃষ্টিতে রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া-মহল্লার অলিগলি সব জায়গা পানিতে একাকার। পানি ঢুকেছে বাড়িঘরেও। ছবি: জিতু কবীর
-
ঘূর্ণিঝড় শাহীনের তাÐবে ওমান এবং ইরানে এখন পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইরানে মারা গেছে ৬ জন এবং ওমানে তিনজন। ছবি: সংগৃহীত