আজকের আলোচিত ছবি: ৩ অক্টোবর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি, বাংলাদেশের আকাশ উন্মুক্ত বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ছবি: জাগো নিউজ
-
পাসপোর্টের ভুল সংশোধন ও নানা জটিলতা নিরসনের দাবিতে আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে অবস্থান নেয় ভুক্তভোগীরা। অবস্থান কর্মসূচিতে তারা পাসপোর্টের সবধরনের ভোগান্তি নিরসনের দাবি জানান। বিকেল ৩টার দিকেও তাদের অবস্থান নিতে দেখা যায়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
দেশের নদ-নদী ও বঙ্গোপসাগরে ৪ অক্টোবর থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এ সময় মাছ ধরা, বিক্রি, বিপণন, মজুত ও পরিবহন বন্ধ থাকবে। ফলে আজ সকাল থেকে বরিশালের পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্রে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ছবি: সাইফ আমীন
-
আফগানিস্তানে তালেবানের সমর্থনে প্রায় এক হাজার মানুষ সমাবেশ করেছে। রাজধানী কাবুলের উত্তরের বড় একটি মাঠে স্থানীয় সময় রোববার জড়ো হন তারা। তবে এই সমাবেশে নারীদের উপস্থিতি দেখা যায়নি। ছবি: সংগৃহীত