আজকের আলোচিত ছবি: ১ অক্টোবর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ঢাবিতে ২০২০-২১ সেশনের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের দুটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ছবি: জাগো নিউজ
-
শান্তিপূর্ণ পরিবেশ ও স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালের ভর্তি পরীক্ষায় অংশ নেন ভর্তিচ্ছুরা। ছবি: বিপ্লব দিক্ষৎ
-
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছেড়েছে খেলাফত মজলিস। আজ বিকেল সাড়ে ৪টায় রাজধানীর নয়া পল্টনের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে জোট ছাড়ার ঘোষণা দেন দলের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। ছবি: মাহবুব আলম
-
‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিলসহ সাত দফা দাবিতে রাজধানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিল সংগ্রাম কমিটির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: জাগো নিউজ
-
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তবর্তী এলাকায় সন্ধ্যা নামতেই ওপারের পাহাড় থেকে খাবারের সন্ধানে নেমে আসে হাতির পাল। তাণ্ডব চালায় ফসলি জমি ও ঘরবাড়িতে। শুরু হয় কৃষকদের সঙ্গে হাতির পালের যুদ্ধ। ছবি: জাগো নিউজ
-
ভারতের হরিয়ানা রাজ্যে আজ সকালে কৃষকদের সঙ্গে পুলিশের ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারী কৃষকরা ধারাবাহিকভাবে উপ-মুখ্যমন্ত্রী দুশ্যন্ত চৌতালার একটি অনুষ্ঠানের বিরুদ্ধে মিছিল করতে থাকে। এসময় পুলিশ বিক্ষোভকারীদের থামাতে জলকামান ব্যবহার করে। ছবি: সংগৃহীত