আজকের আলোচিত ছবি: ২৭ সেপ্টেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় মোটরসাইকেল চালক মামলা সংক্রান্ত কোনো বিষয়ে ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন শওকত আলী। ঘটনার পর পুড়ে যাওয়া মোটরসাইকেল ও শওকতকে বাড্ডা থানায় নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। ছবি: জাগো নিউজ
-
বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আলোকচিত্র অ্যালবামের মোড়ক উন্মোচন করেন। ছবি: জাগো নিউজ
-
মোংলার এক ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিপক্ষ মেম্বার প্রার্থীকে ফাঁসানোর জন্য এক অসহায় নারীকে ঢাকার সাভারে এনে বাসাভাড়া নিয়ে পরিকল্পনা করে হত্যা করা হয়। এ হত্যার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে পিবিআই। আজ রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত পিবিআইয়ের প্রধান কার্যালয়ে এসব কথা বলেন পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার। জাগো নিউজ
-
খামারিদের রক্ষার্থে ‘সয়াবিন মিল’ রপ্তানির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন। আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে সংগঠনটি। ছবি: জাগো নিউজ
-
আজ জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘শেখ হাসিনা: নেতৃত্ব, মানবিকতা ও দূরদৃষ্টি’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সংস্কার কাজ শেষ না হতেই বগুড়ার ধুনট উপজেলায় পুকুরিয়া-ভুতবাড়ি এলাকায় যমুনার ডান তীর রক্ষা বাঁধের আরও ৩৫ মিটার অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছে। পানির তোড়ে আজ সকালের দিকে তৃতীয় দফায় বাঁধে এ ভাঙন শুরু হয়। ছবি: জাগো নিউজ
-
সমকামী বিয়ের বিষয়টিকে সমর্থন জানিয়েছেন সুইজারল্যান্ডের অধিকাংশ মানুষ। শুধু তাই নয় সন্তান দত্তকও নিতে পারবেন সমকামী যুগল। স্থানীয় সময় রোববার অনুষ্ঠিত গণভোটের রায়ে এমন মত দিয়েছেন দেশটির নাগরিকরা। ছবি: সংগৃহীত