আজকের আলোচিত ছবি: ২৬ সেপ্টেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে তিন দিনব্যাপী সংবাদ চিত্র প্রদর্শনী রাজধানীর বানানীতে শুরু হয়েছে। ছবি: ছবি: সিরাজুজ্জামান
-
আজ সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। ছবি: জাগো নিউজ
-
প্রথমবারের মতো সাংবাদিক আতাউস সামাদ স্মৃতি পুরস্কার পেলেন রয়টার্সের ফটো সাংবাদিক এবিএম রফিকুর রহমান। আজ জাতীয় প্রেস ক্লাবে সকাল ১১টায় আতাউস সামাদ স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণসভায় এ পুরস্কার প্রদান করা হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আজ জাতীয় প্রেস ক্লাবে শহীদ ময়েজউদ্দিনের ৩৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঝালকাঠি ও এর আশপাশের নদ-নদীতে ইলিশের ভরা মৌসুমে ধরা পড়ছে প্রচুর মা ইলিশ। আকারে বেশ বড় এসব ইলিশ অন্য সময়ের চেয়ে খেতেও সুস্বাদু। শুধু বাজারে নয় এসব ইলিশ বিক্রি হচ্ছে শহরের অলি-গলি ও বাসাবাড়িতেও। ছবি: আতিকুর রহমান
-
অবৈধভাবে সীমানা অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর মেক্সিকোর ১৪ সেনা সদস্যকে আটক করেছে মার্কিন সীমান্তরক্ষী বাহিনী। তবে আটকের কয়েক ঘণ্টা পরই তাদের ছেড়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত