আজকের আলোচিত ছবি: ২৫ সেপ্টেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
করোনা মহামারি বড় আকার ধারণ করলে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল এক্সিবিশনের উদ্বোধন অনুষ্ঠানের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সরকারি নিয়মনীতি উপেক্ষা করে যারা নদী দূষণ করছে, তাদের তালিকা প্রকাশ করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন। আজ জাতীয় প্রেস ক্লাবে বেলা ১১টায় ‘মানুষের জন্য নদী, নদী রক্ষায় আমরা’ স্লোগানে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান। ছবি: জাগো নিউজ
-
নীতিমালা প্রণয়ন করে রিকশা, ভ্যান, ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদানসহ ৪ দাবিতে শ্রমিক সমাবেশ করেছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করেন তারা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ফার্মাসিস্ট ফোরাম আয়োজিত ‘স্বাস্থ্যখাতে ফার্মাসিস্টদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, হাসপাতালগুলোতে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ এখন সময়ের দাবি। আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা ফার্মাসিস্টদের গুরুত্ব, অবদান ও বিভিন্ন দাবি উত্থাপন করেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বরগুনার বিষখালী নদীতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি পাঙ্গাশ। আজ সকালে জয়নাল ফরাজীর জালে পাঙ্গাশটি ধরা পড়ে। মাছটি দেখতে বাজারে উৎসুক মানুষের ভিড় জমে। ছবি: জাগো নিউজ
-
প্রাণ হাঁসফাঁস করা গরমের পর আজ দুপুরে রাজধানীতে তুমুল বৃষ্টি হয়েছে। ছবি: মাহবুব আলম
-
স্পেনের ক্যানেরি দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিতে নতুন আরেকটি গর্ত থেকে অগ্নুৎপাত শুরু হওয়ায় লা পালমা দ্বীপের সব ফ্লাইট বন্ধ করা হয়েছে। শুক্রবার বিভিন্ন রুটে সাতটি ফ্লাইট পরিচালনা করার কথা ছিল। কিন্তু আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ায় তা বাতিল করা হয়েছে। ছবি: সংগৃহীত