আজকের আলোচিত ছবি: ২৪ সেপ্টেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জাতীয় সমাজতান্ত্রিক দলের (বাংলাদেশ জাসদ) ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দিবসকে কেন্দ্র করে এই কর্মসূচির আয়োজন করা হয়। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন করে সংগঠনটি। ছবি: জাগো নিউজ
-
দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর মাদকদ্রব্য উদ্ধার নিয়ে আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: বিপ্লর দিক্ষিৎ
-
রাজধানীর আজিমপুরের পুরোনো কবরস্থানে প্রিয়জনদের কবর জিয়ারত করতে এসেছেন তারা। ছবি: জাগো নিউজ
-
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন ও র্যালি করেছে ফেসবুক গ্রুপভিত্তিক সংগঠন ‘সেভ ফিউচার বাংলাদেশ’। আজ প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়েজন করে সংগঠনটি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বগুড়ার ধুনটে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। পানি কমায় নদীর তীব্র স্রোতে ভাঙছে যমুনা নদীর ডান তীর রক্ষা প্রকল্পের বাঁধ। এতে ভাঙনের ঝুঁকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ জনবসতি এলাকা। ছবি: জাগো নিউজ
-
যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়রা বৃহস্পতিবার হোয়াইট হাউজের সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিক্ষোভ করেছে। যুক্তরাষ্ট্রে তার সফরের প্রতিবাদে বেশ কিছু ভারতীয়রা এ বিক্ষোভে অংশ নেয়। ছবি: সংগৃহীত