আজকের আলোচিত ছবি: ২২ সেপ্টেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
অর্ডার নেওয়ার পর এসি না দেওয়ায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ছবি: সংগৃহীত
-
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র (ডিএসসিসি) শেখ ফজলে নূর তাপস ২২ সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন করেন। ছবি: জাগো নিউজ
-
দীর্ঘমেয়াদি রক্তের ক্যানসার সচেতনতায় আন্তর্জাতিক ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া (সিএমএল) দিবস পালিত হয়েছে। ২২ সেপ্টেম্বর শোভাযাত্রা ও সমাবেশসহ নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেমাটোলজি বিভাগের উদ্যোগে দিবসটি পালিত হয়। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজে ক্লাস শুরু ও ছুটির সময় অভিভাবক-শিক্ষার্থীর জটলা তৈরি হচ্ছে। কোনো ধরনের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে ক্যাম্পাসের ভেতরে-বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। ছবি: জাগো নিউজ
-
বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭ লাখ ২১ হাজার ৬৩২ জনের। আর মোট আক্রান্ত হয়েছে ২৩ কোটি দুই লাখ ৭৮ হাজার ৫১৯ জন। এর মধ্যে সেরে উঠেছেন ২০ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার একজন। ছবি: সংগৃহীত