আজকের আলোচিত ছবি : ২০ সেপ্টেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্রের তথ্যের সঙ্গে মিল রেখে পাসপোর্ট সংশোধনের সুযোগ চান ভুক্তভোগীরা। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা। ছবি: জাগো নিউজ
-
রাশিয়ার বাজারে সরাসরি পণ্য রপ্তানিতে রাশিয়ান সরকারের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ সচিবালয়ে নিজ অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মাস্তিতস্কির সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ সহযোগিতা চান। ছবি: মাহবুব আলম
-
ইসলামী বক্তা মুফতি যুবায়ের আহমাদ নিখোঁজ হয়েছেন দাবি করে তার সন্ধান চেয়েছে পরিবার। আজ জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা তার সন্ধান চান। সংবাদ সম্মেলনে মুফতি যুবায়েরের স্ত্রী মোছা. রুকসানা বিলকিছের পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন যুবায়েরের ছোট ভাই মো. হাবীবুল্লাহ। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বাজারে তেল, চিনি, ডালের দাম বেশি। এসব পণ্য সাশ্রয়ী দামে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির ট্রাকসেলে পাওয়া যাচ্ছে। পাশাপাশি মিলছে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ, যা বাজারের তুলনায় কেজিপ্রতি প্রায় ১০ টাকা কম। এসব কারণে টিসিবির পণ্যে সাধারণ মানুষের আগ্রহ আরও বাড়ছে। ছবি: জাগো নিউজ
-
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে। তবে সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে পুরুষদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি। ছবি: এন কে বি নয়ন
-
স্পেনের ক্যানেরি দ্বীপপুঞ্জের লা পালমা দ্বীপে একটি আগ্নেয়গিরিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফলে আকাশের দিকে ক্রমাগতভাবে লাভা উদগিরণ হচ্ছে এবং দ্বীপের দক্ষিণের নিকটবর্তী গ্রামগুলোতে তা ছড়িয়ে পড়ছে। ছবি: সংগৃহীত