আজকের আলোচিত ছবি : ১৯ সেপ্টেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
একটি মোবাইল অপারেটর কোম্পানির বিরুদ্ধে গান কপিরাইটের অভিযোগে ঢাকার নিম্ন আদালতে মামলা করতে এসেছিলেন জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। তবে আদালতের পরামর্শে তিনি মামলা না করে ফিরে যান। ছবি: জাগো নিউজ
-
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি-সম্পাদক, ডিইউজে ও বিএফইউজের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের প্রতিবাদে সমাবেশ করছে সাংবাদিক সংগঠনগুলো। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) উগ্রবাদী মতাদর্শ প্রচারকারী বইয়ের প্রকাশককে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতার আসামির নাম মো. হাবিবুর রহমান ওরফে শামীম (৩২)। তিনি আল রিহাব পাবলিকেশন্সের প্রকাশক ও সত্ত্বাধিকারী ছিলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় খানাখন্দের সৃষ্টি হয়। এতে বিশেষ করে গাড়ি চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। তাই সড়ক মেরামতের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। তবে বৃষ্টির জমে থাকা পানির মধ্যেও পিচ ঢালাইয়ের কাজ চালিয়ে যাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া জানান স্থানীয়রা। ছবি: কামরুজ্জামান আল রিয়াদ
-
অনুমোদন না নিয়ে লকডাউনবিরোধী বিক্ষোভ করায় অস্ট্রেলীয় পুলিশ মেলবোর্ন থেকে ২৩৫ এবং সিডনি থেকে ৩২ জনকে গ্রেফতার করেছে। মেলবোর্নে সাত শতাধিক বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে পুলিশ মরিচের গুঁড়া ছিটায়। ছবি: সংগৃহীত