আজকের আলোচিত ছবি : ১৮ সেপ্টেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
মেডিকেল বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনার দাবি জানিয়েছে দেশের পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। আজ জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। ‘নামসর্বস্ব মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নয়; মেডিকেল বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনা চাই’ শীর্ষক দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নাসফসহ ১৩টি সংগঠন। ছবি: জগো নিউজ
-
আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পণ্য সরবরাহ বাবদ প্রায় ২০০ কোটি টাকা ফেরত দিতে ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং ডটকমের কর্তৃপক্ষকে পাঁচদিন সময় বেঁধে দিয়েছেন বিক্রেতারা। এ দাবি জানায় বিক্রেতাদের সংগঠন ধামাকা শপিং ডটকম সেলার অ্যাসোসিয়েশন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরির প্রলোভন ও বন্ধুত্ব করে প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। ছবি: জাগো নিউজ
-
শরীয়তপুরের জাজিরার মঙ্গলমাঝিরঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটে ফেরি চালুর দাবিতে গণ-অনশন করছে পদ্মা সেতু রক্ষা কমিটি। আজ সকালে এ গণ-অনশন শুরু হয়। ছবি: মো. ছগির হোসেন
-
থাইল্যান্ডে ক্রমেই কাজ হারানো ট্যাক্সিচালকের সংখ্যা বাড়ছে। এ সমস্যায় এক অভিনব প্রতিবাদের ভাষা খুঁজে বের করেছে দেশটির ট্যাক্সিচালক ইউনিয়ন। গাড়ির ছাদে বাগান করে সবজি ফলাচ্ছেন তারা। ছবি: সংগৃহীত