আজকের আলোচিত ছবি : ১৬ সেপ্টেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং তার স্বামী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেফতার করেছে র্যাব। তাদের গ্রেফতারের জন্য আজ বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় অভিযান চালানো হয়। ছবি: জাগো নিউজ
-
চাকরি রাজস্ব খাতে হস্তান্তর ও চার মাসের বকেয়া বেতনের দাবিতে রেলের অস্থায়ী গেটকিপারা আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আজ সকালে শেরেবাংলা নগরে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে স্থাপিত এ ইনস্টিটিউট অব এসএমই ফাউন্ডেশন ও বিজনেস ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন করেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। ছবি: জাগো নিউজ
-
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাত্রাতিরিক্ত কচুরিপানা জন্মেছে। প্রতিবছর বর্ষায় কমবেশি এ সমস্যা থাকলেও চলতি বছর প্রকট আকার ধারণ করেছে। কচুরিপানার কারণে নৌচলাচল ব্যাহত হচ্ছে। ছবি: শংকর হোড়
-
চীনে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে আঘাত হানা ওই ভূমিকম্পে কমপক্ষে তিনজন নিহত হয়েছে। ছবি: সংগৃহীত