আজকের আলোচিত ছবি : ১০ সেপ্টেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
এখন প্রতি সপ্তাহে চীন থেকে কেনা টিকার চালান দেশে আসবে এবং প্রতি চালানে ৫০ লাখ করে টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ রাজধানীর মহাখালীর তিতুমীর সরকারি কলেজে বিডিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীকরণের দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতি আলোচনা সভা ও সংবাদ সম্মেলন করেছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আজ জাতীয় প্রেসক্লাবের সামনে পাঁচ দফা দাবি আদালের লক্ষ্যে মানববন্ধন করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ। ছবি: জাগো নিউজ
-
এ আত্মহত্যা প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ব্রাইটার টুমরো ফাউন্ডেশনের (বিটিএফ) উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম হলে দিনব্যাপী এ আলোচনা সভা ও পুরস্কার বিরতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: জাগো নিউজ
-
প্রায় দেড় বছর পর খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। এ নিয়ে সরাদেশেই চলছে উৎসাহ উদ্দীপনা, নানান প্রস্তুতি। কিন্তু বন্যার পানিতে নিমজ্জিত হওয়ায় ঘোষিত সময়ে স্কুলে পাঠদান নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে মানিকগঞ্জের দেড় শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ছবি: বি এম খোরশেদ
-
করোনাভাইরাস রোধে গত ১ জুন থেকে টানা লকডাউনে মালয়েশিয়ার জনজীবনে স্থবিরতা নেমে আসে। দেশটির অর্থনীতিও তলানিতে পৌঁছেছে। কাজ হারিয়ে মানুষজন মানবেতর জীবনযাপন করছে। ছবি: সংগৃহীত