আজকের আলোচিত ছবি : ৭ সেপ্টেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ সংলাপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাজারে আবারও হঠাৎ বেড়েছে ডাবের দাম। একেকটি ডাব বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। পাড়া-মহল্লার চেয়ে কারওয়ান বাজারে দাম কিছুটা কম। সেখানে ৬০ টাকার মধ্যেও ডাব বিক্রি হচ্ছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ডেঙ্গুর ভয়াবহতা বেড়ে যাওয়ায় মেয়রের পদত্যাগের দাবিতে জনসমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে পুরান ঢাকার সূত্রাপুরের এলাকাবাসী। ছবি: জাগো নিউজ
-
চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধ না হলে দুই দিন পণ্যবাহী পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ময়মনসিংহ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। আজ ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ ঘোষণা দেন পরিষদের নেতারা। ছবি: মঞ্জুরুল ইসলাম
-
তালেবানের ক্ষমতা গ্রহণের পর দেখা গেল অনেক বিশ্ববিদ্যালয়েই নারীরা ক্লাস শুরু করেছেন। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে নারী এবং পরুষ শিক্ষার্থীদের মাঝে পর্দা টেনে বা বোর্ড বসিয়ে ক্লাস নিতে দেখা গেছে। ছবি: সংগৃহীত