আজকের আলোচিত ছবি : ৬ সেপ্টেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আগামী নভেম্বর মাসের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুর দিকে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। আজ তিনি মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। ছবি: জাগো নিউজ
-
প্রাণ ফ্রুটোর আয়োজনে সালমান শাহের গান নিয়ে এলেন পড়শী। রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ গানটি মুক্তি দেয়া হয়। ছবি: মাহবুব আলম
-
পড়শীর গান মুক্তি অনুষ্ঠানে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, প্রাণ ফ্রুটোর নির্বাহী পরিচালক আনিসুর রহমান, হেড অব মার্কেটিং তন্ময় দাস, অনুপম মিউজিকের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন ও সংগীতশিল্পী পড়শী উপস্থিত ছিলেন। ছবি: মাহবুব আলম
-
ফায়ার সার্ভিসের ১০৭ জন স্টেশন অফিসার ও সমমান পদের কর্মকর্তা ওয়্যারহাউজ ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন। আজ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ঢাকায় কর্মরতদের র্যাংকব্যাজ পরিয়ে দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন। ছবি: বিপ্লর দিক্ষিৎ
-
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শরীয়তপুরে পদ্মা নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানি ঢুকছে জেলার নিম্নাঞ্চলে। বিপাকে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। ছবি: মো. ছগির হোসেন
-
ইসরায়েলের এক বছর বয়সী দুই যমজ শিশুর জোড়া মাথা অপারেশনের মাধ্যমে আলাদা করা হয়েছে। বাচ্চা দুটি সুস্থ আছে বলে জানা গেছে। জন্মের পর প্রথমবারের মতো তারা একে অপরকে দেখতে পাচ্ছে। ছবি: সংগৃহীত