আজকের আলোচিত ছবি : ৫ সেপ্টেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের বাইরে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি) বসিয়ে প্রশাসনের কর্মকর্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের মনিটরিং করছে দালালরা। গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর সারাদেশে বিআরটিএ, পাসপোর্ট অফিস ও সরকারি হাসপাতালগুলোতে একযোগে অভিযান শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ছবি: জাগো নিউজ
-
আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারাদেশে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ উচ্চপর্যায়ের বৈঠকে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে এ কথা জানান তিনি। ছবি: জাগো নিউজ
-
দেশে চাহিদার তুলনায় বেড়েছে আলুর উৎপাদন। তবে প্রক্রিয়াজাতকরণে নানা সমস্যা ও রপ্তানি বাধার মুখে কৃষকের উৎপাদিত চাহিদা-অতিরিক্ত আলু নষ্ট হচ্ছে। এ পরিস্থিতিতে আলু প্রক্রিয়াজাতকরণ সুবিধা বাড়াতে সহায়তা আরও বাড়ানোর চিন্তা করছে সরকার। আলু প্রক্রিয়াজাতকরণ বৃদ্ধিতে করণীয় বিষয়ে সভায় এ তথ্য জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
দীর্ঘদিন বাসে যাত্রীবেশে ডাকাতি করে আসা এমনই এক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
দ্বিতীয় টি-টোয়েন্টির পরই ব্যক্তিগত মাইলফলকের ব্যাপারে মাহমুদউল্লাহ বলেছিলেন, ‘আলাদা কোনো পরিকল্পনা নেই। সবসময় যেটা করার চেষ্টা করি, দলের জন্য খেলা। দলের জন্য ভালো খেলা। নিজের ১০০তম ম্যাচেও সেটাই করার চেষ্টা করব।’ ছবি: সংগৃহীত
-
পশ্চিম লন্ডনের বহুতল ভবন গ্রেনফেল টাওয়ার ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তাঝুঁকির কারণে এ সিদ্ধান্ত বলে জানা যায়। ভবনটির কাঠামো বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এটি এমনভাবে দাঁড়িয়ে আছে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ছবি: সংগৃহীত