আজকের আলোচিত ছবি : ৪ সেপ্টেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আজ ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ সেমিনার ও প্রেস কাউন্সিল পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ডেঙ্গুর উপদ্রব থেকে শিক্ষার্থীদের বাঁচাতে নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ রাজধানীর ওয়াক-আপ উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট রক্ষা, মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও সুরক্ষা আইন, অচিরেই মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ও কোটা পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান ঐক্য প্লাটফর্ম। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ২০ হাজার লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন অক্সিজেন ট্যাংক, সংস্কারোত্তর টিএসসি এবং পুনঃসংস্কারোত্তর টিচার্স লাউঞ্জের উদ্বোধন করা হয়েছে। ছবি: জাগো নিউজ
-
তুরস্কে একটি মালবাহী ট্রেন এবং একটি মিনিবাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছে। আজকের ওই দুর্ঘটনায় আরও আটজন আহত হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। তুরস্কের বার্তা সংস্থা ডেমিরোরেন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। ছবি: সংগৃহীত