আজকের আলোচিত ছবি : ২ সেপ্টেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুমের মরদেহ ভারতের নাগপুর থেকে আজ সকাল ৯টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। জানাজার পরে বিকেলে বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে তার মরদেহ সমাহিত করা হয়েছে। ছবি: জাগো নিউজ
-
গ্রাহকের কাছ থেকে নেওয়া অগ্রিম ও মার্চেন্টের পাওনা প্রায় ৩৩৮ কোটি ৬২ লাখ টাকা ‘আত্মসাৎ ও পাচারের অভিযোগে’ ইভ্যালির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান এখনো প্রাথমিক পর্যায়ে। আজ দুপুরে দুদক কার্যালয়ে দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: জাগো নিউজ
-
বজ্রপাত থেকে রক্ষা পেতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৫ নম্বর ছয়ানী ইউনিয়নে ২৫০টি তালগাছের চারা ও এক হাজার তালবীজ রোপণ করা হয়েছে। ছবি: ইকবাল হোসেন মজনু
-
জামালপুরে গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারি বৃষ্টির কারণে পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ছবি: জাগো নিউজ
-
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শক্তিশালী ঘূর্ণিঝড় আইডার প্রভাবে ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যার কারণে কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করেছে। ছবি: সংগৃহীত