আজকের আলোচিত ছবি : ১ সেপ্টেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আজ জামিন পেয়ে কারাগার থেকে বের হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বের হওয়ার সময় নিজেকে এভাবেই সেলফি বন্দি করেন। ছবি: জাগো নিউজ
-
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নৌ-কমান্ডোদের দুঃসাহসী অভিযান নিয়ে লেখা গ্রন্থ ‘অপারেশন জ্যাকপট’র মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। ছবি: জাগো নিউজ
-
আজ রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢল আর গত কয়েকদিনের ভারি বর্ষণে জেলার নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ছবি: জাগো নিউজ
-
ঘরের মাঠে বাংলাদেশ যে কতটা ভয়ংকর, অস্ট্রেলিয়ার পর হারে হারে টের পাচ্ছে নিউজিল্যান্ডও। আজ মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই টাইগারদের বোলিংয়ে রীতিমত পর্যদুস্ত কিউইরা। ছবি: সংগৃহীত
-
ভারতে ‘রহস্যজনক জ্বরে’ গত এক সপ্তাহে শিশুসহ কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে দেশটির উত্তরপ্রদেশের বেশ কিছু জেলায় বহু শিশুর সকালে ঘুম ভাঙছে তীব্র জ্বর নিয়ে। এছাড়া শরীর ঘামে ভিজে যাচ্ছে। ছবি: সংগৃহীত