আজকের আলোচিত ছবি : ২৯ আগস্ট ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ আজ সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে একুশে পদকপ্রাপ্ত সদ্যপ্রয়াত কথাসাহিত্যিক বুলবুল চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন এবং জানাজায় অংশগ্রহণ করেন। ছবি: সংস্কৃতি মন্ত্রণালয়
-
ভায়াডাক্টে মেট্রোরেল চলাচলের পরীক্ষণের আনুষ্ঠানিক সূচনা হলো। আজ উত্তরায় মেট্রোরেলের জন্য নির্মিত ডিপো থেকে চলাচল শুরু হয়। ছবি: মাহবুম আলম
-
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে ‘এডিসের লার্ভা উপহার কর্মসূচি’ করা হয়েছে। ‘বিক্ষুব্ধ পুরান ঢাকার বাসিন্দারা’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। আজ ডিএসসিসির নগর ভবনের সামনে তারা এ কর্মসূচির আয়োজন করেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
দেশের শীর্ষস্থানীয় নুডলস ব্র্যান্ড ‘মিস্টার নুডলস’ বাজারে নিয়ে এলো নতুন স্বাদের কোরিয়ান সুপার স্পাইসি নুডলস। আজ রাজধানীর বাড্ডায়-এর প্রধান কার্যালয়ে পণ্যটির মোড়ক উন্মোচন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা। ছবি: জাগো নিউজ
-
পদ্মা নদীতে বিলীন হয়ে গেলো মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। আজ বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন। ছবি: বি.এম খোরশেদ
-
ভয়াবহ পানির সংকটে দিন কাটাচ্ছেন ভারতের মহারাষ্ট্রের বারদেচি ওয়াদি গ্রামের মানুষ। তাদের পানির একমাত্র উৎস একটি কূপ। কিন্তু সেই কূপেও সব সময় পানির দেখা মেলে না। কূপের একেবারে নিচে নেমে পানি তুলতে হয়। ছবি: সংগৃহীত