আজকের আলোচিত ছবি : ২৮ আগস্ট ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (আইডিইবি) ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি: জাগো নিউজ
-
শিক্ষা বোর্ডের কর্মচারীদের যোগসাজশে জাল সনদ দিতেন এই চক্রটি। এ ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর, রমনা ও চকবাজার থেকে সার্টিফিকেট জালিয়াতি চক্রের সাত সদস্যকে গ্রেফতার করে ডিবি। এ চক্রের একজন ঢাকা শিক্ষা বোর্ডের কর্মচারী। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দ্রুত বাড়ছে তিস্তাসহ অভ্যন্তরীণ সব নদীর পানিও। ছবি: জাহিদ খন্দকার
-
টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বাঁধ উপচে পানি ঢুকে তলিয়ে যাচ্ছে একের পর এক নিম্নাঞ্চল। ছবি: আরিফ উর রহমান টগর
-
পাকিস্তানের করাচিতে রাসায়নিক একটি কারখানায় আগুন লেগে ১৬ জনের মৃত্যু হয়েছে। এখনও আটকা পড়ে আছেন ২৫ জনের মতো। অগ্নিকাণ্ডের সময় কারখানার বেশির ভাগ জানালা ও ছাদের দরজা বন্ধ ছিল বলে জানা গেছে। ছবি: সংগৃহীত
-
আজ রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনে ‘ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের কার্যক্রম জোরদার ও গণউদ্যোগ বৃদ্ধি করার’ দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে কয়েকটি সংগঠন। ছবি: মাহবুব আলম