আজকের আলোচিত ছবি : ২৭ আগস্ট ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
করোনাভাইরাসের সংক্রমণরোধে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা খুলে দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে আজ সকাল থেকে দর্শনার্থীরা চিড়িয়াখানায় প্রবেশ করতে পারছেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সারিবদ্ধভাবে দর্শনার্থীরা চিড়িয়াখানায় প্রবেশ করছেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
পরিশোধিত টাকা ফেরত অথবা পণ্য সরবরাহের দাবিতে আগামী ২০ সেপ্টেম্বরের পর রাজপথে নামার পাশাপাশি আমরণ অনশনের হুমকি দিয়েছেন বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের গ্রাহকরা। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে ই-অরেঞ্জ গ্রাহকদের আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই হুমকি দেওয়া হয়। ছবি: মাহবুব আলম
-
প্রথমবারের মতো স্বপ্নের মেট্রো রেল রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে শুরু করে মিরপুর পর্যন্ত ঘুরে এসেছে। আজ সকালে মেট্রোরেল ৬টি বগি নিয়ে মিরপুর পর্যন্ত চারটি স্টেশনে পরীক্ষামূলকভাবে চলাচল করে। ছবি: জাগো নিউজ
-
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ৩৩ হাজার টাকায় বিক্রি হয়েছে ২২ কেজি ওজনের একটি পাঙাশ। আজ সকালে ঢাকার এক ব্যবসায়ী এক হাজার ৫০০ টাকা কেজি দরে মো. চান্দু মোল্লার কাছ থেকে মাছটি কিনে নেন। ছবি: রুবেলুর রহমান
-
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) খোরাসান প্রদেশ শাখার ভয়াবহ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। ছবি: সংগৃহীত