আজকের আলোচিত ছবি : ২৬ আগস্ট ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
করোনা মহামারিতে খাদ্য সংকটে থাকা যে কেউ ০২২২২২৮১৭৯২ নম্বরে কল দিলে বাসায় জরুরি খাদ্য পৌঁছে যাবে। ‘পাশে আছি বাংলাদেশ’ কর্মসূচির আওতায় ‘আহার হবে সবার ঘরে’ শীর্ষক এ উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ। আজ প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বাংলাদেশ ফিল্ম আর্কাইভে মৌলিক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে আজ। এ প্রশিক্ষণ পরিচালনা করেছেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর। ছবি: সংগৃহীত
-
আজ নির্বাচন কমিশনে ২০২০ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেয় বিএনপি। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দলটির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ইসি সচিব মো. হুমায়ুন কবির খোন্দকারে কাছে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেন। ছবি: জাগো নিউজ
-
কিছুদিন আগেও পটলের দাম না পেয়ে নওগাঁর চাষিদের মধ্যে হাতাশা বিরাজ করছিল। কিন্তু কয়েকদিনের ব্যবধানে সেই পটলের দাম পেয়ে এখন খুশি তারা। নওগাঁ সদর উপজেলার বর্ষাইল, কীর্ত্তিপুর, হাপানিয়া ও বক্তারপুর ইউনিয়নের বিভিন্ন মাঠে এখন পটলের মাচার সমারোহ। ছবি: জাগো নিউজ
-
তানজানিয়ায় ফরাসি দূতাবাসের কাছে এক বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন পুলিশ কর্মকর্তা এবং একটি বেসরকারি নিরাপত্তা কোম্পানির এক সদস্য। ছবি: সংগৃহীত