আজকের আলোচিত ছবি : ২২ আগস্ট ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
অভ্যন্তরীণ বাজারে প্রয়োজনীয় কাঁচাপাট সরবরাহ নিশ্চিত করা এবং পাট ও পাটজাত পণ্য রপ্তানির ধারা বেগবান করার লক্ষ্যে কাঁচাপাটের বাজার সর্বদা পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ছবি: জাগো নিউজ
-
বরিশালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনাকে ভুল বোঝাবুঝি মনে করছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। আজ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বরিশালের ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ছবি: জাগো নিউজ
-
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজ জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক রুহুল আমিন গাজী মুক্তি পরিষদ আয়োজিত এক নাগরিক সমাবেশে বক্তৃতা করেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩৩ বছর করার দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানবন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
মুন্সিগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় এলাকায় আকস্মিক পদ্মার ভাঙন শুরু হয়েছে। দু’দিনের ভাঙনে মূলচর ও কামাড়পাড়া এলাকায় বিলীন হয়েছে ভিটেমাটিসহ ১০টি বসতঘর। ছবি: আরাফাত রায়হান সাকিব
-
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে হুড়োহুড়ির ঘটনায় সাত আফগান নাগরিক নিহত হয়েছে। কাবুলের দখল নেয়ার পর পুরো আফগানিস্তান তালেবানের দখলে চলে যায়। ছবি: সংগৃহীত