আজকের আলোচিত ছবি : ২০ আগস্ট ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
নিষেধাজ্ঞা সত্ত্বেও পবিত্র আশুরার দিনে রাজধানীর পুরান ঢাকা ও মোহাম্মদপুর এলাকায় তাজিয়া মিছিল বের হয়েছে। ছবি: মাহবুব আলম
-
আজ জুমার নামাজের পর তাজিয়া মিছিল করেন মোহাম্মদপুরের বিহারী ক্যাম্পের বাসিন্দারা। তার আগে সকালে এ ধরনের মিছিল হয় পুরান ঢাকার হোসেনি দালান এলাকায়। ছবি: মাহবুব আলম
-
নিশান-পাকপাঞ্জা পরা যুবকদের নেতৃত্বে মিছিলে ছিল দুলদুল ঘোড়া এবং কালো পোশাক পরা তরুণেরা। মিছিল থেকে ‘হায় হোসেন হায় হোসেন’ মাতম শোনা যায়। ছবি: মাহবুব আলম
-
আজ দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের বিহারী ক্যাম্প এলাকায় দেখা যায়, জুমার নামাজের আগে থেকেই তাজিয়া মিছিলের প্রস্তুতি চলতে থাকে। জড়ো হতে থাকেন শত শত লোক। জুমা শেষে বের করা হয় এই শোকের মিছিল। ছবি: মাহবুব আলম
-
২১ আগস্ট গ্রেনেড হামলার আগেই ‘হামলার’ বিষয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে সতর্ক করেছেন সেই সময়ের ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাঈদ খোকন। আজ জাতীয় প্রেস ক্লাবে ২১ আগস্ট নিয়ে ‘স্মৃতির পাতা থেকে জানা অজানা দুই একটি কথা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ তথ্য দেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দীর্ঘ প্রায় এক বছর ধরে বন্ধ থাকা ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদ খুলে দিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ এলাকাবাসীর উদ্যোগে মসজিদের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: জাগো নিউজ
-
তালেবান কাবুল দখলের পর আফগানিস্তান থেকে ১৮ হাজারের বেশি মানুষ সরিয়ে নেয়া হয়েছে। দেশটিতে প্রায় দুই দশক কথিত শান্তিরক্ষার মিশনে অবস্থান করা ন্যাটো বাহিনীর এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। ছবি: সংগৃহীত