আজকের আলোচিত ছবি : ১৭ আগস্ট ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
তালেবানের দখলে থাকা আফগানিস্তানে বাংলাদেশিদের যাওয়ার বিষয়টি অমূলক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মো. শহিদুল্লাহসহ একাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির ১০ জন নেতাকর্মীকে আটক করেছে বলে জানা গেছে। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনে যাওয়া বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে বুধবার ঢাকা শহরের সব থানায় বিক্ষোভ করবেন নেতাকর্মীরা। ছবি: মাহবুব আলম
-
রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের জমিতে মার্কেট নির্মাণ এবং আইনজীবীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ আইনজীবী পরিষদ। আজ জেলা বার অ্যাসোসিয়েসন প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: জাগো নিউজ
-
ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র হাইতিতে ৭ দশমিক ২ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৪১৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ হাজার ৯০০ জন। এছাড়া অসংখ্য মানুষ এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বিবিসি। ছবি: সংগৃহীত