আজকের আলোচিত ছবি : ১১ আগস্ট ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশে ডেঙ্গু রোগী বাড়েনি দাবি করে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বৈশ্বিক প্রেক্ষাপটে মূল্যায়ন করলে ডেঙ্গু ব্যবস্থাপনায় বাংলাদেশ সফল। ছবি: জাগো নিউজ
-
বুধবার (১১ আগস্ট) দুপুরে কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা বিএনপির উদ্যোগে করোনাভাইরাসের চিকিৎসা ও সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়। ছবি: জাগো নিউজ
-
আলজেরিয়ায় দাবানলে ৪২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৫ জন সেনা সদস্য। তারা দাবানলের আাগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন। সোমবার রাত থেকে আলজেরিয়ার উত্তরাঞ্চলের ডজনখানেক এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত
-
করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুরোধে সরকারঘোষিত টানা কঠোর বিধিনিষেধ শিথিলের পর আজ (১১ আগস্ট) থেকে চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। ছবি: মাহবুব আলম
-
যৌবন ফিরে পেয়েছে বুড়ি ভৈরব নদ। নদটি এখন বিনোদন স্পট হয়ে উঠেছে। প্রতিদিন বিকেল হলেই দেখা যায় ইঞ্জিনচালিত নৌযান। ছবিটি যশোর সদর উপজেলার মোমিননগর নওদা পশ্চিমপাড়ার প্রাচীন জাহাজঘাট থেকে তোলা। ছবি: জাহিদ হাসান