আজকের আলোচিত ছবি : ৯ আগস্ট ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ রাজধানীর তেজগাঁও সড়ক ভবনে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তৃতা করেন। এ সময়ে তিনি বলেন, মানুষের জীবন ও জীবিকার স্বার্থে সরকার লকডাউন শিথিল করছে। পরিস্থিতি বিবেচনায় আবারও কঠোর লকডাউন দেয়া হবে। ছবি: সালাহ উদ্দিন
-
বিধিনিষেধ শেষে আগামী বুধবার হতে ৩৮ জোড়া আন্তঃনগর ট্রেন ও ২০ জোড়া মেইল বা কমিউটার ট্রেন নিয়ে কমলাপুর থেকে সারাদেশে রেল চলাচল শুরু হবে। ইতোমধ্যে সেই উপলক্ষে আজ সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। আগের দামেই অনলাইনে ও কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর জিগাতলা ও হাজারীবাগের আতঙ্ক কিশোর গ্যাংয়ের ‘লাভ লেন গ্রুপে’র পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাতে র্যাব-২ এর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। ছবি: তৌহিদুজ্জামান
-
রাজধানীর চাঁনখারপুলের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের টিকাদান কেন্দ্রে টিকা নিতে আসা মানুষের ভিড়। ছবি: জাগো নিউজ
-
চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যায় ঘর ছাড়তে বাধ্য হয়েছে ৮০ হাজারের বেশি মানুষ। প্রদেশটির বেশিরভাগ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবি: সংগৃহীত