আজকের আলোচিত ছবি : ১ আগস্ট ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পোশাক কারখানাসহ রফতানিমুখী শিল্প-কারখানায় কাজে যোগ দিতে শ্রমিকদের পরিবহনের জন্য লঞ্চ চলাচলের অনুমতি দেয়ায় দেশের দক্ষিণাঞ্চল থেকে যাত্রী নিয়ে সকালে রাজধানীর সদরঘাটে লঞ্চ এসেছে। ছবি: জাগো নিউজ
-
রাজধানীতে পৌঁছতে পেরে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন যাত্রীরা। ছবি: জাগো নিউজ
-
রাধানীতে আজকের সকালের বাস চলাচলের দৃশ্য। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আজ ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে এক নাগরিক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। ছবি: জাগো নিউজ
-
চট্টগ্রাম নগরের ১৫টি স্পটে এডিস মশার লার্ভা পাওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একদল গবেষক। নগরের ৫১ স্পটের নমুনায় ১৫টিতেই ডেঙ্গুর বাহক এ মশার লার্ভা পাওয়া যায় বলে জানান তারা। ছবি: মিজানুর রহমান
-
ভূমধ্যসাগর থেকে প্রায় একশ জন অভিবাসনপ্রত্যাশী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সি-ওয়াচ নামে একটি এনজিও সংস্থা। জার্মানির এই সংস্থাটি জানিয়েছে, উদ্ধার হওয়া এসব অভিবাসন প্রত্যাশীদের মধ্যে অনেকেই আহত ছিলেন। ছবি: সংগৃহীত