আজকের আলোচিত ছবি : ৩০ জুলাই ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ১২টার দিকে গুলশানের বাসায় দীর্ঘ প্রায় চার ঘণ্টা অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র্যাব। আজকে সারাদিন তার আটকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ছিল। ছবি: জাগো নিউজ
-
এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, চাকু, বৈদেশিক মুদ্রা, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়। ছবি: জাগো নিউজ
-
হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন আইপিটিভি জয়যাত্রার অফিস থেকে বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। এসব সরঞ্জামের কোনোটিরই বিটিআরসির অনুমোদন ছিল না বলে জানিয়েছে র্যাব। ছবি: জাগো নিউজ
-
করোনা প্রতিরোধে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যেই ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। আজ সকালে গাবতলী ও আমিনবাজার ব্রিজ এলাকা ঘুরে দেখা গেছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি এড়িয়ে পায়ে হেঁটে, রিকশা, ভ্যানে করে ঢুকছে মানুষ। ছবি: জাগো নিউজ
-
বরিশালে লকডাউনে কর্মহীন মানুষের খাদ্য সহায়তার জন্য বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার উদ্যোগে ‘কমিউনিটি কিচেন’ চালু করা হয়েছে। ছবি: সাইফ আমীন
-
হংকংয়ের বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনে প্রথমবারের মতো অভিযুক্ত এক ব্যক্তিকে ৯ বছরের কারাদÐ দিয়েছে দেশটির আদালত। শুক্রবার এ রায় ঘোষণা করা হয় বলে বিবিসির খবরে জানানো হয়েছে। সন্ত্রাসী কর্মকাÐ ও বিচ্ছিন্নতাবাদ উস্কে দেয়ার দায়ে তং ইং কিতকে এ সাজা দেয়া হলো। ছবি: সংগৃহীত