আজকের আলোচিত ছবি : ১৭ জুলাই ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর গাবতলীর গরুর হাটে দেশের বিভিন্ন স্থান থেকে গরু নিয়ে আসছেন ব্যবসায়ীরা। ধীরে ধীরে জমে উঠছে রাজধানীর বিভিন্ন স্থানের গরুর হাট। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর আফতাবনগরের গরুর হাট থেকে পরিবারের বড় সদস্যদের সাথে এসে গরু কিনে নিয়ে যাচ্ছে এ শিশুটি। ছবি: সংগৃহীত
-
গরুর হাটগুলোতে ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করার মতো। ছবি: সংগৃহীত
-
রাজধানীর গাবতলী বাসের টিকিট কাউন্টারে ঈদের ঘরমুখো যাত্রীরা ছুটে আসছেন। ছবি: সংগৃহীত
-
সাধারণ সময়ে ঈদুল ফিতর বা আজহা উপলক্ষে আট থেকে ১০ দিন আগে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় থাকে। কিন্তু এবার এই টার্মিনালের চিত্র ভিন্ন। এখনো দেশের দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের ভিড় সেভাবে চোখে পড়েনি। ছবি: সংগৃহীত
-
বিধিনিষেধ শিথিল করায় অন্যান্য পরিবহনের মতো ট্রেনেও ঈদযাত্রা শুরু হয়েছে। ঈদযাত্রায় অন্যান্য সময়ের মতো যাত্রীদের হুড়োহুড়ি নেই কমলাপুর রেলওয়ে স্টেশনে। ছবি: সংগৃহীত
-
ইউরোপের বিভিন্ন দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যাকবলিত দেশগুলোতে এখনও উদ্ধার অভিযান চলছে। বন্যায় এ পর্যন্ত জার্মানিতে ১৩৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। ছবি: সংগৃহীত