আজকের আলোচিত ছবি : ৮ জুলাই ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনের কার্যক্রম বিষয়ে নিউজলেটার প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ছবি: জাগো নিউজ
-
চলমান লকডাউনের অষ্টম দিন আজ সকাল ৯টায় রাজধানীর নিউমার্কেটের এক নম্বর গেটের বিপরীত দিকের রাস্তা ও ফুটপাতে টিসিবির পণ্যের ট্রাকের জন্য অপেক্ষায় বসে থাকতে দেখা গেছে অনেক মানুষকে। ছবি: জাগো নিউজ
-
বাসায় সমস্যা থাকার কারণে মিরপুর ১৩ থেকে তিনি মিরপুর ১০ নাম্বারের একটি হোটেলে নাশতা খেতে ঢুকছিলেন। এ সময় তিনি মাস্ক খুললে পুলিশের সদস্যরা তাকে গাড়িতে উঠিয়ে নেয়। ছবি: জাগো নিউজ
-
আজ চট্টগ্রাম শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে কোভিড-১৯ সচেতনতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট-এর সহযোগিতায় মাইকিং কার্যক্রম এবং লিফলেট বিতরণ করে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম। ছবি: সংগৃহীত
-
বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্টে আজ ৪ রানের জন্য বিশ্বরেকর্ড হলো না মাহমুদউল্লাহ-তাসকিনের। ছবি: সংগৃহীত
-
এবারের জিম্বাবুয়ে সফরে হঠাৎ করেই মাহমুদউল্লাহকে অন্তর্ভুক্ত করা টেস্ট স্কোয়াডে। আর সেই সুযোগের পূর্ণ ব্যবহার করলেন মাহমুদউল্লাহ। ক্যারিয়ারের পঞ্চাশতম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করে মাইলফলক সৃষ্টি করলেন তিনি। ছবি: সংগৃহীত
-
থাইল্যান্ডে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে দিচ্ছে সে দেশের সরকার। ছবি: সংগৃহীত