আজকের আলোচিত ছবি : ১ জুলাই ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
কঠোর লকডাউনের প্রথমদিনে রাজধানীর সড়কগুলোতে স্বাস্থ্যবিধি মেনে মানুষকে চলাচলের জন্য সতর্ক করেছে পুলিশ। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৮টি বিভাগে অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে ২৪৯ জনকে, সাজা দেয়া হয়েছে আটজনকে। ৫৬ জনকে ৬ হাজার ২০৭ টাকা এবং ১০টি দোকানকে ৩৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। ছবি: জাগো নিউজ
-
সকাল থেকেই রাজধানীতে নেমেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুর ১২টায় মিরপুরের দারুস সালাম রোডে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব-৪ এর একটি টিমকে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায়। ছবি: মাহবুব আলম
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে বৃক্ষরোপণ করেছেন উপাচার্য ড. মোহাম্মদ আখতারুজ্জামান। ছবি: জাগো নিউজ
-
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে গোলাগুলির ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন সাংবাদিক এবং একজন রাজনৈতিক কর্মী রয়েছেন। এ ঘটনার জন্য প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। ছবি: সংগৃহীত