আজকের আলোচিত ছবি : ৩০ জুন ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ‘এবার লকডাউন ভঙ্গ করে বের হলে আইনি ঝামেলায় পড়তে হবে। রিকশা ব্যবহার করা গেলেও কোনো ইঞ্জিনচালিত যানবাহন ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ ছবি : সংগৃহীত
-
বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও সাত হাজার ৬০৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৭২ হাজার ৭৭২ জন। আর সুস্থ হয়ে উঠেছেন চার লাখ নয় হাজার ৬৪১ জন। ছবি : সংগৃহীত
-
২৯ জুন ভোর ৪টা থেকে রাত ১২টা ৪০ মিনিট- প্রায় একদিন কাটলো বিমান এবং বিমান বন্দরে। দীর্ঘ প্রায় ২১ ঘণ্টা বিমান ভ্রমণ শেষে অবশেষে হারারে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
-
নোয়াখালীতে নিষেধাজ্ঞায় কর্মহীন জেলে পরিবারগুলোতে খাদ্যাভাব দেখা দিয়েছে। নিষেধাজ্ঞার সময়ে পরিবারপ্রতি সরকার চাল বরাদ্দ দিলেও অন্যান্য চাহিদা মেটাতে না পেরে জেলে পরিবারগুলোতে দুর্দিন যাচ্ছে। ছবি : ইকবাল হোসেন মজনু
-
করোনা পরিস্থিতির কারণে চলতি বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়ার সিদ্ধান্ত থাকলেও সেখান থেকে পিছিয়ে আসছে শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত