শিমুলিয়ায় আজও জনস্রোত
লকডাউন উপেক্ষা করেই রাজধানী ঢাকা ছাড়ছে মানুষ। আজও দক্ষিণবঙ্গমুখী মানুষ শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে পারাপার করছে।
-
গত কয়েকদিনের তুলনায় কমেছে যাত্রীদের চাপ। এদিকে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে ঘাট এলাকায়। ছবি: আরাফাত রায়হান সাকিব
-
আজ সকাল থেকে যাত্রীদের উপস্থিতি কিছুটা কম দেখা যায় মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে। ছবি: আরাফাত রায়হান সাকিব
-
সরেজমিন দেখা যায়, ঘাট ও ঘাটের প্রবেশমুখে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। চেকপোস্ট থেকে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘাটে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ছবি: আরাফাত রায়হান সাকিব
-
সকাল থেকে ঘাটে যাত্রীদের উপস্থিতি থাকলে যানবাহনের আধিক্য ছিল বেশি। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত ব্যক্তিগত ও পণ্যবাহী গাড়ি। ছবি: আরাফাত রায়হান সাকিব
-
বিআইডব্লিউটিসি শিমুলিয়াঘাটে সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, শিমুলিয়া-বাংলাবাজার রুটে বর্তমানে ১৪টি ফেরি সচল রয়েছে। ছবি: আরাফাত রায়হান সাকিব
-
ঘাট এলাকায় পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে প্রায় ৫০০ গাড়ি। সিরিয়াল অনুযায়ী সব গাড়ি পার করা হবে। ছবি: আরাফাত রায়হান সাকিব
-
ঘাটে মানুষ থই থই করছে। ছবি: আরাফাত রায়হান সাকিব
-
ফেরিতে উঠতে দ্রুত ছুটছে মানুষ। ছবি: আরাফাত রায়হান সাকিব