আজকের আলোচিত ছবি : ২৫ জুন ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জনগণের প্রয়োজনে সব সময় তাদের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। ছবি : সংগৃহীত
-
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বাংলাদেশ বিশ্ব খাদ্য সংস্থাকে অবাক করে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত
-
চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের একটি মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৬ জন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ছবি : সংগৃহীত
-
কাশ্মীরকে ফের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মীরের সাংবিধানিক বিশেষ মর্যাদা প্রত্যাহারের প্রায় দুই বছর পর এমন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ছবি : সংগৃহীত
-
আর্জেন্টাইন রেফারিকে নিষিদ্ধ করতে কোপা আমেরিকার আয়োজকদের কাছে দাবি জানিয়েছে কলম্বিয়ান ফুটবল ফেডারেশন (এফসিএফ)। তারা বলছেন, বল শরীরে লাগার পরও খেলা বন্ধ না করে পক্ষপাতিত্বের মাধ্যমে ফলাফল বদলে দিয়েছেন এ রেফারি। ছবি : সংগৃহীত